প্রেস রিলিজ
ইনানী, কক্সবাজার | ৮ নভেম্বর ২০২৫
বীচ প্যারাডাইস হোটেল এন্ড রিসোর্ট পিএলসি সম্প্রতি তাদের ইনানীস্থ প্রকল্পে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।
৪ নভেম্বর ২০২৫ তারিখে ব্যবস্থাপনা পরিচালক এম এফ ইসলাম মিলন কক্সবাজার জেলা প্রশাসক অফিস থেকে সেল পারমিশন গ্রহণ করেন এবং পরদিন সাব-রেজিস্ট্রি অফিসে রিসিভ প্রক্রিয়া সম্পন্ন করেন।

৬ নভেম্বর কোম্পানির চেয়ারম্যান কক্সবাজারে আগমন করে উখিয়া সাব-রেজিস্ট্রি অফিসে জনাব বনি আলমের কাছ থেকে ২২ শতাংশ জমি রেজিস্ট্রেশন সম্পন্ন করেন। এই পর্যন্ত সর্বমোট জমি রেজিষ্ট্রেশন হয়েছে ৬৫ শতাংশ। চলতি মাসে আরও ১৮.৫০ শতাংশ জমি রেজিষ্ট্রেশনের সিদ্ধান্ত রয়েছে।
৭ নভেম্বর হাজীগঞ্জ আইডিয়াল কলেজ অব এডুকেশন (হাইস) এর প্রিন্সিপাল রোটারিয়ান মোঃ সালাউদ্দিন ভূঁইয়া এর নেতৃত্বে ১২০ জন শিক্ষক প্রকল্প পরিদর্শন করেন, যেখানে কোম্পানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক প্রকল্পের পরিকল্পনা ও বিনিয়োগ সুবিধা তুলে ধরেন।
পরিদর্শন শেষে স্থানীয় কন্ট্রাক্টরদের সাথে মাটি ভরাট ও রেস্টুরেন্ট নির্মাণের প্রস্তুতি বিষয়ে চূড়ান্ত আলোচনা হয়। আগামী ১৫ নভেম্বর থেকে মাটি ভরাট কাজ শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়।
📞 যোগাযোগ:
+8801805-029955
+8801805- 029966
+8801670-807061
🌐 www.bphrplc.com
📍 বীচ প্যারাডাইজ হোটেল এন্ড রিসোর্ট পিএলসি, এডব্লিউআর টাওয়ার, লিফট-০৮, ৩৫ গুলশান এভিনিউ, ঢাকা-১২১২।